ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাজেকে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে, আহত ৯
Published : Thursday, 20 October, 2022 at 4:05 PM
সাজেকে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে, আহত ৯রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাউজ পাড়া এলাকায় ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টা দিকে সাজেকের স্থানীয় বাসিন্দারা একটি চাঁদের গাড়িতে করে বাঘাইহাট বাজারে আসার সময় এই দুর্ঘটনার শিকার হন।


স্থানীয়রা জানান, দুপুরের দিকে একটি চাঁদের গাড়িতে করে সাজেক ইউনিয়নের ১২ জন স্থানীয় বাসিন্দা বাঘাইহাট বাজারে আসছিলেন। এ সময় হাউজ পাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ৯ জন যাত্রী আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, বুধবার (১৯ অক্টোবর) যে এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছিল সে এলাকায় আবারও চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজকের পর থেকে এ সড়কে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে পারবে না।


সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেনসন চাকমা বলেন, পাহাড়ের সরু রাস্তা, চালকদের প্রশিক্ষণের অভাব ও গাড়ির ফিটনেস এবং লাইসেন্সবিহীন চালকদের কারণে প্রতিনিয়ত এখানে সড়ক দুর্ঘটনা হচ্ছে। আমরা বারবার বলার পরও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, একই এলাকায় পরপর দুদিন সড়ক দুর্ঘটনা দুঃখজনক। আমরা আগেও চালকদের নিয়ে কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। আমরা আবারও তাদের সঙ্গে বসবো এবং প্রশাসন মাঠে থাকবে।

এরআগে বুধবার একই জায়গায় সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত পাঁচজন।