বুড়িচংয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন বুড়িচং ||
বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ চত্বরে। পরে উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ সংক্রান্ত অগ্নিকান্ড - ভূমি কম্পন বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বাস্তবায়নে পি আই ও মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা কৃষি বিদ কৃষি কর্মকর্তা বানিন রায়,উপজেলা মেডিকেল অফিসার ডা. এ কে এম হেদায়েত উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল আউয়াল, ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়ার ফাইটার মোঃ আতাউর রহমান সরকার।
পরে ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়ার ফাইটার মোঃ আতাউর রহমান সরকার এর নেতৃত্বে অগ্নিকান্ড - ভূমিকম্প উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে ফায়ার ফাইটার গন স্কুল কলেজের এবং সর্ব সাধারণ কে অগ্নিকান্ডে এবং ভূমিকম্পে মোকাবেলা ও উদ্ধার করার কলা কৌশল প্রশিক্ষণ ও মহড়া দেন। এতে ফায়ার ফাইটার গন অংশ গ্রহণ করেন আবু তালেব, ইয়াছিন মিয়া, হাবিব উল্লাহ সরকার, জুয়েল রানা, কবির হোসেন প্রমুখ।