ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবিএম গোলাম মোস্তফার মৃত্যু নিয়ে ফেসবুকে গুজব
‘‘আমি সুস্থ আছি, দয়া করে গুজব ছড়াবেন না’’
Published : Tuesday, 11 October, 2022 at 12:00 AM, Update: 11.10.2022 1:39:18 AM
‘‘আমি সুস্থ আছি, দয়া করে গুজব ছড়াবেন না’’শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সোমবার দুপুরে স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক ফেসবুকে পোস্ট করলে সে পোস্ট দেখে অনেক মানুষ তাঁর মৃত্যুর বিষয় নিয়ে পোস্ট দেয়। এতে বিভ্রান্ত ছড়িয়ে পড়ে চারদিকে।
পরে এ প্রতিবেদক এবিএম গোলাম মোস্তফার ব্যক্তিগত ফোন নম্বরে কল করলে একজন চিকিৎসক রিসিভ করে জানান, স্যার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্যারের মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ গুজব। এ নিয়ে স্যার বেশ ক্ষুব্ধ। এর এক ঘন্টার পর এবিএম গোলাম মোস্তফা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেবিদ্বারবাসীকে সালাম জানিয়ে পোস্ট দেয়া দেন। ‘‘আমি সুস্থ আছি, দয়া করে গুজব ছড়াবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন’’।
 এ বিষয়ে এবিএম গোলাম মোস্তফার ভাতিজা এবিএম ফয়সাল ইউনুস জানান, ফেসবুকে যা ছড়ানো হয়েছে এটি সম্পূর্ণ গুজব। সকালে এবিএম গোলাম মোস্তফার ছোট ভাই সাবেক আইজিপি গোলাম মোর্শেদ মারা যান। এ বিষয়টিকে অনেকে ভুলবশত এবিএম গোলাম মোস্তফা মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। পরবর্তীতে এবিএম গোলাম মোস্তফা নিজের আইডি থেকে বিষয়টি গুজব জানিয়ে সবার নিকট দোয়া চেয়েছেন।
ওমর ফারুক নামে এবিএম গোলাম মোস্তফার ব্যক্তিগত একজন অনুচর জানান, স্যার বর্তমানে সুস্থ রয়েছেন, কেউ অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। তিনি বর্তমানে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত কয়েকদিন ধরে স্যার জ্বরে ভোগছেন, খাবারে অরুচিও রয়েছে, চিকিৎসা চলছে। আশা করছি খুব শিগ্রই তিনি সুস্থ হয়ে বাসায় ফিরবেন।