ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ১৬ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
Published : Tuesday, 11 October, 2022 at 12:00 AM, Update: 11.10.2022 1:38:59 AM
দাউদকান্দিতে ১৬ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ আলমগীর হোসেন,দাউদকান্দি ||
লাইসেন্স না থাকায় দাউদকান্দি উপজেলার ১৬ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরমধ্যে কয়েকটি হাসপাতাল রয়েছে। সোমবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে দাউদকান্দি মডেল থানাকে এ তথ্য অবহিত করেন।
বন্ধ হওয়া ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, কেয়ার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আমিরাবাদ মেডিকেল সেন্টার, কেয়ার মেডিকেল সার্ভিস, গৌরীপুর ডায়াবেটিস হাসপাতাল, গ্রীনল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নুহা ডায়াগনস্টিক সেন্টার, সান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, নিউ পুপলার ডায়াগনস্টিক সেন্টার, ফয়েজ ডায়াগনস্টিক সেন্টার,স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার, ভূঁইয়া ডায়াগনস্টিক সেন্টার, ইউনিক হসপিটাল, ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টার এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।