Published : Friday, 7 October, 2022 at 12:00 AM, Update: 07.10.2022 1:05:28 AM

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১৩ টি মাদ্রাসা ও ৭ টি স্কুলের ১৮১ জন গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল বীরচন্দ্র গনপাঠাগার ও নগর মিলনায়তনে এই পোষক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি জনাব কাজী নাজমুস সা’দাত এডভোকেট এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা সমবায় অফিসার জনাব মো: আল-আমিন, কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সহ সভাপতি আলহাজ¦ মোঃ সিরাজুল হক, সরকার মনোনীত সদস্য ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুর রহমান জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ব্যাংকের নির্বাহী অফিসার, কর্মকর্তা/কর্মচারী, জেলার বিশিষ্ট সমবায়ী, বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীগণ ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের সম্পাদক জনাব আব্দুস ছাত্তার।