ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘মিনিকেট’ নামে চাল বিক্রি বন্ধে অভিযান
Published : Friday, 7 October, 2022 at 12:00 AM
‘মিনিকেট’ নামে চাল বিক্রি বন্ধে নাটোরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যাল?য়। সরকারি নির্দেশনা অমান্য করে ‘মিনিকেট’ চাল বিক্রি করায় বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বাজারে এ অভিযান চালান অধিদফতরের জেলা কার্যাল?য়ের সহকারী প?রিচালক মো. মেহেদী হাসান তানভীর।
প্রথমদিনের অভিযানে ওই জাতীয় চাল বিক্রি বন্ধ রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেন সহকারী প?রিচালক। সেইসঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
অধিদফতরের সহকারী প?রিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ‘নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি পাইকারি দোকানে “মিনিকেট চাল” লেখা বস্তা দেখা যায়। সরকারি নির্দেশনার কথা ব্যবসায়ীদের জানিয়ে ওই জাতীয় চাল বিক্রি বন্ধ রাখতে বলা হয়। মিলে চাল বস্তায় ভরার পর তার ওপরে চালের জাতের নাম লিখতে বলা হয়েছে। মিনিকেট নামে কোনও চাল বিক্রি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের জানানো হয়।’
সহকারী প?রিচালক আরও বলেন, ‘অভিযানের সময় ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি করায় বাগাতিপাড়ার মালঞ্চি বাজারের মেসার্স ফারুক মেডিসিন মার্টকে ১৩ হাজার ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় একই বাজারের শহিদুল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’