অভিষেকেই হ্যাটট্রিক করলেন তৃষ্ণা
Published : Friday, 7 October, 2022 at 12:00 AM
এশিয়া
কাপের মঞ্চে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে
বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণার। এই বিশেষ দিনটি তিনি আরো স্মরণীয় করে রাখলেন
অসামান্য এক কীর্তি গড়ে। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা। ৪
ওভারে মাত্র ১২ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।
নিজের তৃতীয় এবং ইনিংসের ষষ্ঠ ওভারে তৃষ্ণা হ্যাটট্রিক করেন।
পরপর
তিন বলে তৃষ্ণার শিকার হয়েছেন যথাক্রমে উইনিফার্ড দুরাইসিংগম (৫), মাস
এলিসা (০) ও মাহিরা ইজ্জাতি (০)। ২০ বছর বয়সী এই পেসার দ্বিতীয় বাংলাদেশি
নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন। এর আগে এই কীর্তি
গড়েছিলেন ফাহিমা খাতুন। তিনি ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে
হ্যাটট্রিক করেছিলেন।
উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। ৫৪ বলে ৫৬
রান করেন মুর্শিদা খাতুন। আর অধিনায়ক নিগার সুলতানা খেলেন ৩৪ বলে ৫৩ রানের
ঝড়ো ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ রানে ৬ উইকেট
হারিয়েছে মালয়েশিয়ার মেয়েরা।