দুই ব্রাজিলিয়ানের গোলে রিয়ালের জয়
Published : Friday, 7 October, 2022 at 12:00 AM
উয়েফা চ্যাম্পিয়নস
লিগের ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবাব দিবাগত
রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে
হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ম্যাচে গোল পেয়েছেন ব্রাজিলের দুই
তারকা রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচের ১৫তম মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো।
পেনাল্টি
এরিয়ার বাইরে থেকে শাখতার গোলরক্ষক আনাতোলি ট্রুবিনকে পরাস্ত করেন তিনি।
২৮তম মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিউস
জুনিয়র, ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
৩৯তম মিনিটে ওলেক্সান্দার জুবকোভ
একটি গোল শোধ করে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে অবশ্য গোল পায়নি কোনো দলই। গোলের সুযোগ মিস করে দুদলই। এই
জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে
রিয়াল। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার।