কুমিল্লায় ক্রীড়াবিদদের মাঝে করোনাকালীন বিশেষ অনুদানের চেক বিতরণ
Published : Thursday, 6 October, 2022 at 12:00 AM, Update: 06.10.2022 12:05:03 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় প্রবীণ ক্রীড়াবিদদের মাঝে করোনাকালীন বিশেষ অনুদানের
চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন হতে করোনা কালীন বিশেষ অনুদানের চেক
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর
আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময়
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ
কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাৎ হোসেন , জেলা
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন উপস্থিত ছিলেন।