Published : Thursday, 6 October, 2022 at 12:00 AM, Update: 06.10.2022 12:04:59 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্রগ্রাম
মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে লাইসেন্স বিহীন বিভিন্ন
যানবাহন, যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টোপথে যান চলাচল, প্রতিবন্ধকতা সৃষ্টি,
ফিটনেসবিহীন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার দুপুরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ৮ টি গাড়িকে মোট ২৪ হাজার টাকার মামলা দেয়া হয়।
এসময়
গৌরীপুর-হোমনা সড়ক এবং গৌরীপুর-মতলব সড়কের প্রবেশদ্বারে অবৈধভাবে সড়কের
উপর পাকিং করা রাখা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড সড়িয়ে দেয়া হয়। উক্ত স্থানে
গাড়ি পাকিং না করার অনুরোধ জানান পুলিশ।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ
সুপার (দাউদকান্দি সার্কেল) মো: ফয়েজ ইকবালের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন,
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুহাম্মদ সুমন জাহিদ লোভেল, সার্জেন্ট মুহাম্মদ
মুজাহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ( নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সদস্য
সচিব আলমগীর হোসেন প্রমূখ।
২২ অক্টোবর "জাতীয় নিরাপদ সড়ক দিবস" সামনে
রেখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে জেলা
পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেন। এসময় নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখা
তাদের সহযোগিতা করেন।
এবছর জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় 'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি'।