ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাজেদা চৌধুরীর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শাহদাব আকবর
Published : Wednesday, 5 October, 2022 at 1:43 PM
সাজেদা চৌধুরীর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শাহদাব আকবরআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন শাহদাব আকবর চৌধুরী। শাহদাব আকবর সাজেদা চৌধুরীর ছোট ছেলে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের সাত উপজেলা, চার পৌরসভা ও ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) এ আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ওই সময়ে তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। পুরো নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।