কুমিল্লায় বিশ্ব পর্যটন দিবস পালিত
Published : Wednesday, 28 September, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার : আজ ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্র বাস্তবায়ন পরিষদ ও নিরাপদ চালক চাই সংগঠনের আয়োজনে কুমিল্লা শহরের সাত্তার খান কমপ্লেক্সের ৭ম তলায় বিশ্ব পর্যটন বিশ্ব উদযাপন করা হয়। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন ভুঁইয়া, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও সাহিত্যিক-গবেষক-শিল্পী ডা: ইকবাল আনোয়ার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক-বাচিকশিল্পী বদরুল হুদা জেনু, দৈনিক কুমিল্লার কাগজ-এর উপসম্পাদক-কবি জহির শান্ত ও বীরমুক্তিযোদ্ধা মিয়া মো: আলাউদ্দিন। বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা জয়নাল আবেদিন রনি। বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে বাংলাদেশে পর্যটনের সম্ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন-কুমিল্লা ট্যুরিজমের সভাপতি কমল চন্দ (খোকন), কুমিল্লা ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক-সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশজ জামাল উদ্দিন দামাল, কবিতা আবৃত্তি করেন কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের সভাপতি কবি তাহমিনা বেগম, বক্তব্য রাখেন-অধ্যাপক-সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু, জাতীয় কবি সোসাইটির সাধারণ সম্পাদক শিপন মানব, দৈনিক শিরোনামের স্টাফ রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব, যমুনা লাইভ ইন্সরেন্সের সহকারি ব্যবস্থাপক সাইফুর রহমান সুমন, কবি ইকবাল, নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সমাজসেবী রোকসানা ইসলাম দুলালী, শিক্ষাথী মো: সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্রের আহবায়ক আজাদ সরকার লিটন।