কুমিল্লায় পাচারের একটি মহাবিপন্ন উল্লুক উদ্ধার-পাচারকারী গ্রেফতার
			
			তানভীর দিপু
						
				
				Published : Monday, 26 September, 2022 at 2:38 PM,  Update: 26.09.2022 8:32:03 PM
				
				
			 
			
			 কুমিল্লায় পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় একটি মহাবিপন্ন উল্লুকসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র একটি দল। রোববার গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে হোটেল গ্রীন ভিউতে অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে  উল্লুকটিকে উদ্ধার ও পাচারকারীকে গ্রেফতার  করা হয়।
কুমিল্লায় পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় একটি মহাবিপন্ন উল্লুকসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র একটি দল। রোববার গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে হোটেল গ্রীন ভিউতে অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে  উল্লুকটিকে উদ্ধার ও পাচারকারীকে গ্রেফতার  করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ জুয়েল রহমান সোহেল (২৭)। তার  বাড়ি খুলনা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের হাফিজনগর এলাকায়। সোমবার বেলা দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার  রাজন কুমার দাস। 
 
পুলিশ কর্মকর্তা রাজন কুমার দাস জানান- গোপন সংবাদে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)এর  রাজন কুমার দাসের  নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেস বড়ুয়া তার একটি দল নিয়ে  অভিযান পরিচালনা করে। পরে মঙ্গলবার দুপুরে গ্রেফতার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।