ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন সেই মরিয়মের মা
Published : Sunday, 25 September, 2022 at 1:54 PM
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন সেই মরিয়মের মা খুলনা থেকে আত্মগোপনে থাকা সেই মরিয়মের মা রহিমা বেগমকে ফরিদপুরের কুদ্দুস বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে ওই বাড়ির তিন সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব।

তিনি বলেন, শনিবার রাত পৌনে ১১টার দিকে রহিমা বেগমকে উদ্ধার করে খুলনা থেকে পুলিশের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশ। সেই মরিয়মের মাকে উদ্ধারের সময় বাড়িতে ছিলেন না কুদ্দুস বিশ্বাস। ওই সময় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হলেন- বাড়ির মালিক কুদ্দুস বিশ্বাসের স্ত্রী হিরা বেগম, ছেলে আল আমিন বিশ্বাস এবং কুদ্দুসের ছোট ভাই আবুল কালামের স্ত্রী রাহেলা বেগম। ওই তিনজন এখন খুলনা পুলিশের জিম্মায় রয়েছেন বলে জানা গেছে। কুদ্দুস বিশ্বাস বর্তমান বোয়ালমারী উপজেলার ডোবরা জনতা জুট মিলে কর্মরত।

এদিকে, রহিমাকে উদ্ধারকারী টিমের নেতৃত্ব দেওয়া দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুর রহমান বলেন,  জিজ্ঞাসাবাদের জন্য কুদ্দুসের তিন স্বজনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।