Published : Sunday, 25 September, 2022 at 12:00 AM, Update: 25.09.2022 2:07:03 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুলতান আহমেদের প্রার্থীতা বহাল রয়েছে। কিন্তু নির্বাচনের আপিল বিভাগের কাছে অপর প্রার্থী সাইফুল ইসলাম টিটুর প্রার্থীতা বাতিলের যে আবেদন সেটিকে না মঞ্জুর করেছে আপিল বিভাগ। দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকায় ‘কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন- সদস্য পদে প্রার্থীতা ফিরে পেলেন ৫ জন’ শিরোনামে প্রকাশিত সংবাদে ভুল বশতঃ বাদ পড়া প্রার্থীর তালিকায় মোঃ সুলতান আহমেদের নাম প্রকাশিত হয়।
আপিল আবেদনে বাদ পড়া একমাত্র সদস্য প্রার্থী হলেন- ১১নং ওয়ার্ড সদস্য পদ প্রার্থী মাঃ সাইফুল ইসলাম। আপিল আবেদনে যারা সদস্য প্রার্থীতা ফিরে পেয়েছেন তারা হলেন- ১০ নং ওয়ার্ডের ডা. এম এ কাদের খান, ৭ নং ওয়ার্ডের সেলিম মিয়া, ১০নং ওয়ার্ডের মোহন মিয়া, ১০নং ওয়ার্ডের মশিউর খান এবং ২নং ওয়ার্ডের মোঃ আরিফুর রহমান।
জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার(রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে।