ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুকুরে বিষ দিয়ে সাড়ে তিন লাখ টাকার পোনা মাছ নিধন
কুমিল্লা কোতয়ালী থানায় অভিযোগ--
Published : Sunday, 25 September, 2022 at 12:00 AM, Update: 25.09.2022 2:06:44 AM
পুকুরে বিষ দিয়ে সাড়ে তিন লাখ টাকার পোনা মাছ নিধননিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে সুবর্ণপুর গ্রামে সানভি সৎস খামারের একটি পুকুরে শত্রুতা করে বিষ প্রয়োগ প্রায় সাড়ে ৩ লাখ টাকা দামের পোনা মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন খামারের স্বত্তাধিকারি সৈয়দ আয়াত উল্লাহ। এব্যাপারে কুমিল্লা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন, সুবর্ণপুর গ্রামের মৎস খামারে পোনা মাছ বড় করে বিক্রি করা হয়। গত ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে পুকুরে গিয়ে দেখায় যায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ভাসছে এবং পানি থেকে বিষক্রিয়ার গন্ধ পাওয়া যাচ্ছে। ধারনা করা হচ্ছে, অজ্ঞাতরা শত্রুতা বা ষড়যন্ত্র করে পুকুরের পানিতে বিষ দিয়ে আমার ব্যবসায়ের ক্ষতি করার জন্য মাছের পোনা গুলো মেরে ঠেলেছে। এতে আমার আনুমানিক সাড়ে তিন লাখ টাকার প্রাথমিক ক্ষতি হয়েছে। সৈয়দ আয়াত উল্লাহ জানান, যেহেতু আশেপাশে খামারের আরো পুকুর আছে, তাই নিরাপত্তাহীনতায় ভুগছি বিধায় আমি কোতয়ালী থানায় একটি সাধারন ডায়রির মাধ্যমে অভিযোগ জানালাম। আমি আশা করছি পুলিশ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।