ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন ৪ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোসা. লাভলী আক্তার
Published : Sunday, 25 September, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
 আসন্ন  কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে  ৪  নং ওয়ার্ড (কুমিল্লা সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) সংরক্ষিত  আসনের মহিলা সদস্য পদ প্রার্থী অধ্যাপক মোসা. লাভলী আক্তারের এক মতবিনিময় সভা গতকাল ২৪ সপ্টম্বর বুড়িচং নুরজাহান হাটল অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসব ভাটারদর সাথ মত বিনিময় করন কুমিল্লা দক্ষিণ জলা আওয়ামীলীগর ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজলার সাবক উপজলা চয়ারম্যান মা. সাজ্জাদ হাসন। এসময় ভাটারদর উদ্দশ্য তিনি বলন- বিগত দিন লাভলী আক্তার জলা পরিষদর সদস্য থাকার ফল জলা পরিষদর অর্থায়ন তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাট ও পুল কালভার্ট তরীত ব্যাপক অবদান রাখন। বর্তমান ও তিনি নির্বাচিত হল তার নির্বাচনী এলাকা কুমিল্লা সদর,  বুড়িচংও  ব্রাহ্মণপাড়ার এলাকার  উপজলার সকল ইউনিয়নর চয়ারম্যান ও মম্বারগণ যদি  তাক তাদর মূল্যবান ভাট প্রদান কর  নির্বাচিত করন আগামী দিন উপজলাগুলার  সার্বিক উনয়ন ভূমিকা রাখবন। এসময় ইয়াসমিন আক্তার মম্বার, রিংকু আক্তার, শিল্পী আক্তার মম্বার , নাজমা আক্তার মম্বার, জরিফা আক্তার মম্বার, পয়ারা বগম মম্বারসহ বিভিন মহিলা মম্বারগণ উপস্তি ছিলন।   

ক্যাপশন: কুমিল্লা জলা পরিষদ নির্বাচন ৪ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোসা. লাভলী আক্তারের পক্ষে ভোটাধিকার প্রদানের লক্ষ্যে  ভোটারদের সাথে  মতবিনিময় করছেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।