নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত শামীমের বাড়ি রূপগঞ্জ উপজেলার পাঁচাইখা এলাকায়। তিনি একই এলাকার মনির হোসেনের ছেলে। তার স্ত্রীর নাম শিউলি আক্তার। তিনি একই উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার মনির হোসেনের মেয়ে।
মামলার বিবরণ দিয়ে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ২৩ আগস্ট ১৮ বছর বয়সী শিউলি আক্তারকে বিয়ে করেন শামীম। বিয়েতে ৭০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও ৩৫ হাজার টাকা পরিশোধ করে শিউলির পরিবার। এছাড়া যৌতুক হিসেবে দেওয়া হয় আধা ভরি স্বর্ণ। যৌতুকের বাকি টাকা না পেয়ে ৩১ আগস্ট সকালে নিজ বাড়িতে সবার সামনে ধারালো বটি দিয়ে শিউলিকে কুপিয়ে হত্যা করেন শামীম। এ ঘটনায় শামীমের বিরুদ্ধে মামলা করে নিহতের পরিবার। মামলায় দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন বিচারক।