ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এর বিদায় সংবর্ধনা
Published : Monday, 19 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
গতকাল রবিবার রাতে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার পদোন্নতি জনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের আয়োজনে এ পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন, চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, শশীদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন মিয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবে ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর।