হোমনায় পৌরসভার নালা উদ্বোধন রাস্তা ঘাটের উন্নয়ন হবেই হবে-- সেলিমা আহমাদ এমপি
Published : Monday, 19 September, 2022 at 12:00 AM
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি ||
হোমনা তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেছেন, আমাদের রাস্তা ঘাটের উন্নয়ন হবেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। হোমনা গৌরীপুর সড়কে যানবাহন ও মানুষের চলাচল করতে অত্যন্ত কষ্ট হয়। এ রাস্তারও কার্যাদেশ হয়ে গেছে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হোমনা আদর্শ স্কুল থেকে তিতাস নদী পর্যন্ত পৌরসভা কর্তৃক নির্মিত নালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌরসভার উদ্যোগে গতকাল রবিবার দুপুরে হোমনা আদর্শ স্কুল গেটে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় উন্নয়ন কর্মকাণ্ড বিলম্বিত হয়েছে উল্লেখ করে সেলিমা আহমাদ বলেন, পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ের প্রতিটি রাস্তার ম্যাপ নিয়ে কাজ করছি। যেখানে যেখনে কাজ বাকী আছে এগুলো দেখতে আপনাদের এক থেকে দেড় বছর লেগে যাবে। করেনার জন্য কিন্তু আমার হাত থেকে মোটামুটি তিন বছর চলে গেছে- এটা আপনাদের বুঝতে হবে। বাঁচাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্চ ছিল। দোকানপাট, রাস্তাঘাট সব বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখেন, আমার ওপর আস্থা রাখেন। আমাদের রাস্তা ঘাটের উন্নয়ন হবেই হবে।
মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম, পৌর প্রকৌশলী মো. ফেরদৌস আহমেদ, মো. জহির উদ্দিন, পৌর আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ও বর্তমান সভাপতি মো. ফয়সাল সরকার, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যায়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তিতাস নদী পর্যন্ত ১০১৮ মিটার পয়ঃনিস্কাষাণ ড্রেনটি নির্মাণ করা হয়েছে।