আর্থিক সংকটে মমিনুলদের সিরিজ বাতিল করল আফগানিস্তান
Published : Monday, 19 September, 2022 at 12:00 AM
কিছুদিন
আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। আগামী
অক্টোবরে তাদের সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সংযুক্ত
আরব আমিরাতের মাটিতে। তবে আর্থিক সংকটের কারণে সিরিজটি আপাতত বাতিল করেছে
আফগান ক্রিকেট বোর্ড (এসিসি)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির
ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।
এই সিরিজটি হলে মমিনুল হকেরা
বেশ লাভবান হতেন। কারণ বেশ কিছুদিন ধরেই টেস্ট ম্যাচ নেই বাংলাদেশর। এ
কারণে মুমিনুলরা ‘এ’ দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন।
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজটিতে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি
ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। তামিম ইকবালও দুটি ওয়ানডে খেলতে চেয়েছিলেন।
কিন্তু সেটি আপাতত আর হচ্ছে না।
জালাল ইউনুস জানিয়েছেন, আফগানরা
সিরিজটি অন্য কোনো সময় আয়োজন করতে চায়। এই মুহূর্তে তাদের ফান্ডে টান
পড়েছে। সিরিজটি হলে নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজের দারুণ প্রস্তুতি
হতো। কিন্তু এটি বাতিল হওয়ায় ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট
লিগেই (এনসিএল) মনোযোগ দিতে হবে মমিনুল, সাদমান, সাইফ, নাঈম ইসলাম,
মোহাম্মদ মিঠুনদের।