সোনালী লাইফের বুড়িচংয়ে মেট্রো শাখার উদ্বোধন ও আলোচনা সভা
Published : Sunday, 18 September, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেড এর কুমিল্লার বুড়িচং উপজেলা মেট্রো শাখা শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ সেপ্টেম্বর ২০২২) শনিবার উপজেলা ইসলাম কমপ্লেক্সে মেট্রো শাখা ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মীর রাশেদ বিন আমান।
উদ্বোধন শেষে উপজেলা মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুড়িচং মেট্রো অফিসের ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ মজিবুর রহমানের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী লাইফের হেড অফিসের ইউনিট ম্যানেজার সাইফুদ্দিন আহমেদ মিজান, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল কুদ্দুছ লিটন, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রহুল আমিন রুবেল, বুড়িচং ইসলাম কমপ্লেক্সের সত্তাধিকারী ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: মফিজুল ইসলাম, সেলস ম্যানেজার এস.কে বদিউজ্জামান রিপন।
ইউনিট ম্যানেজার মোহাম্মদ নূরুন্নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন তামান্না আক্তার এফ.এ,মোঃ তাজুল ইসলাম এফ.এ, সুইটি আক্তার এফ.এ,ইউনিট ম্যানেজার জাকির হোসেন,ইউনিট ম্যানেজার মোঃ আব্দুর রব প্রমুখ। উক্ত অনুষ্ঠানের কর্মীদের জন্য রেফল ড্র আয়োজন করে এবং ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
প্রধান মীর রাশেদ বিন আমান বলেন,জীবন বীমাকে ভবিষ্যতের বন্ধু বলা হয়। একই সঙ্গে এটি সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করে। তাই দুনিয়াজুড়ে দিন দিন বীমার চাহিদা বাড়ছে। বীমা অনেক ধরনেরই হতে পারে। যেমন দুর্ঘটনা ও চিকিৎসাজনিত বীমা, সন্তানের শিক্ষার জন্য বীমা, অবসরগ্রহণজনিত বীমা ইত্যাদি। আবার রয়েছে স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদিসহ নির্দিষ্ট নানা মেয়াদের জীবন বীমা।নিজ ও ছেলে মেয়েদের ভবিষতের জন্য হলেও সোনালী লাইফে বীমা করার জন্য সকলকে আহ্বান করেন।