বুড়িচং মোর্শেদা বেগম স্কুলের সুবর্ণজয়ন্তী পালন নিয়ে প্রস্তুতিমূলকসভা
Published : Sunday, 18 September, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়ের সূবর্ন জয়ন্তী পালন নিয়ে এত প্রস্তুতিমূলক সভা গতকাল ১৬ সেপ্টেম্বর বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আজ যারা দেশ ও সমাজের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত ঐসমস্ত শিক্ষার্থী ও তৎকালীন শিক্ষকদের উদ্যোগে উক্ত প্রস্তুতিমূলক সভায় সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম আবদুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী মো. আলীম উল্লাহ ও তার সহযোগীদের আহবানে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল হোসেন শামীম। বক্তব্য রাখেন এইচ এম মোস্তফা কামাল, মো. শাহজাহান, গোলাম মোস্তফা, এমদাদুল হক পলাশ, একেএম মিজানুর রহমান, মাসুক মিয়া, মো. জামাল হোসেন, মো. সহীদুল ইসলাম, মো. আসাদুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন, খসরুর আলম, অলি আহাম্মদ, ফারুক আহাম্মদ, কাজী মশিউর রহমান, ইসমাইল হোসেন, সাজ্জাদ হোসেন, পলাশ খান, মহসিন, ইকবাল হোসেন, মেহেদী হাসান, আবু ছায়েম, আমির হোসেনসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রাক্তণ শিক্ষার্থীগণ । সভায় সর্বসম্মতিক্রমে ৫০ বছর পূর্তিতে সূবর্ণ জয়ন্তী পালনে বিভিন্ন কমিটি গঠন সহ কার্যক্রম গ্রহণ করা হয়।