ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত
Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন যাবত খেলার মাঠ ভবনসহ নানাবিধ
সমস্যা রয়েছে। সরেজমিনে দেখা যায়- ১৯৭১ সালের ১ জানুয়ারি খাড়াতাইয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবদুল খালেক চেয়ারম্যান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি অত্যান্ত সুনামের সাথে ঐতিহ্যবাহী এ
বিদ্যাপীঠটি এলাকায় শিক্ষার আলো বিতরণে এতদঅঞ্চলে আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রায় ৫২ বছরে বিদ্যালয়টি পদার্পণ করলে ও এর দক্ষিণ ভিটির টিন সেটের ঐ সময়ের নির্মিত শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত ঘরটি ভেঙ্গে গেছে। জরাজীর্ণ হওয়ায় শ্রেণিকার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আর যে খেলার মাঠটিকে ব্যবহার করে ছেলে মেয়েরা ফুটবলসহ অন্যান্য খেলাধুলা সম্পন্ন করে কৃতিত্বের অবদান রাখছে সেটির অবস্থা ও আরো করুণ আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলে ও মাঠটিতে পানি জমে যায়। ফলে ছেলে মেয়েরা খেলাধুলাও সঠিকভাবে করতে পারছে না। তদুপরি সম্প্রতি অনুষ্ঠিত ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনাল খেলায় কুমিল্লা জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরবঅর্জন করায় ঐ স্কুলের প্রাক্তণ ছাত্র সহ সংশ্লিষ্ট সকলকে তাক লাগিয়ে দিয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রয়োজনীয় সংখ্যাক শিক্ষক ও শিক্ষার্থী এবং তাদের পাঠদানে ভালো ফলাফল অব্যাহত থাকলেও চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড় শিক্ষার্থীসহ সকলের চাওয়া বিদ্যালয়ের মাঠ সংস্কারের পাশাপাশি শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য দক্ষিণ ভিটিতে সরকারি বহুতল ভবন নির্মাণে স্থানীয় এমপিসহ সংশ্লিষ্টরা এগিয়ে আসেন। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ডা. আবদুল লতিফ ও প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মরহুম আবদুল খালেক চেয়ারম্যানের সন্তান ও খাড়াতাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জসিম ও বিশিষ্ট আলেমে দ্বীন ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. তৌহিদুর রহমান জেহাদীসহ সকলেই বর্তমান কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খানকে অচিরেই বিদ্যালয়ে একটি বহুতল ভবন প্রাপ্তিসহ ছেলে মেয়েদের ক্রীড়া ক্ষেত্রে আরো ভূমিকা রাখতে মাঠ ভরাটে সরকারি অনুদান বরাদ্ধে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।