লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময়
Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
কুমিল্লা লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্কুল মিলনায়তনে উদযাপন কমিটির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সভায় উদযাপন কমিটির সদস্য সচিব এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা ১৯২৩ সালে অতুল চন্দ্র রায় কর্তৃক প্রতিষ্ঠিত লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের নিকট তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির কোষাধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম ভূঁইয়াসহ স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রবৃন্দ।
মতবিনিময় সভায় আগামী ৩০শে নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন করা, ব্যাপক ভাবে প্রচারের জন্য প্রচার উপ কমিটি, রেজিষ্ট্রেশন উপ কমিটি গঠন করা হয়। এছাড়া শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের একটি ব্যাংক একাউন্ট খোলা এবং রেজিষ্ট্রেশন ফি স্কুলের নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা, উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ১০০০ টাকা, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ২০০০ টাকা টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাতে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরুর জন্য উপ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের ও প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।