ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
Published : Saturday, 17 September, 2022 at 12:00 AM
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর শুরু করবে বাংলাদেশ।  আগামী ১৪ জানুয়ারি শুরু হবে বিশ্বকাপ।  ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি।  গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র।
শুক্রবার আইসিসি তাদের ওয়েবসাইটে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে।
দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ মেয়েদের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১৬টি দল। ম্যাচ হবে মোট ৪১টি। ১৪ জানুয়ারি প্রথম দিনেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ। ১৬ জানুয়ারি লঙ্কানদের বিপক্ষে লড়াইয়ের দুই দিন পর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে বেনোনিতে।
চারটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্স লিগ পর্বে। ‘এ’ ও ‘ডি’ গ্রুপের ছয় দল নিয়ে করা হবে সুপার সিক্স গ্রুপ-১ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের ছয় দল নিয়ে হবে সুপার সিক্স গ্রুপ-২। ওই দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চার দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনাল ম্যাচ দুটি হবে আগামী ২৭ জানুয়ারি। নক আউট পর্ব এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে।