ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প
Published : Saturday, 10 September, 2022 at 12:29 PM
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্পইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির ভূপ্রকৃতি বিষয়ক সংস্থা বিএমকেজি।
শনিবার সকালে দেশটির পশ্চিম পাপুয়া অঞ্চলে এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার বিয়াকের উত্তর-পূর্বে প্রায় ২৬২ কিলোমিটার দূরবর্তী অঞ্চলে এবং ভূপৃষ্টের ১৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এর আগে, আগস্টের শেষ সপ্তাহে দেশটির সুমাত্রা অঞ্চলে ৬ দশমিক ১, ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ইন্দোনেশিয়ার ভূগর্ভে জুড়ে রয়েছে ‘প্যাসিফিক রিং অব ফায়ার’, যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। এ কারণে অঞ্চলটিতে ঘন ঘন ভূকম্পন হয়।