ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে বিএনপির ৫ নেতা গ্রেফতার
Published : Wednesday, 24 August, 2022 at 12:00 AM
নোয়াখালীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।  
গ্রেফতার নেতারা হলেন- জেলার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন রায়হান, দাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজেদুল করিম মুন্না, আন্ডারচর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ডাক্তার মাইন উদ্দিন ও নেয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য অলি উল্লাহ রিপন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে সুবর্ণচর উপজেলা বিএনপি একটি বড় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বিশাল শোডাউন হওয়ায় সরকার দলের নেতারা পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপির পাঁচ জনকে গ্রেফতার করায়। অথচ তাদের বিরুদ্ধে কোনও ওয়ারেন্ট নেই।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, গ্রেফতার আসামিরা একটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি। আজ দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।