ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এশিয়া কাপের আগে করোনায় আক্রান্ত দ্রাবিড়
Published : Wednesday, 24 August, 2022 at 12:00 AM
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসছে পরবর্তী এশিয়া কাপ। আসরটি শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে ভারতীয় দল। দেশ ছাড়ার আগে প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হয়েছেন। তাই আপাতত দলের সঙ্গে দুবাই যেতে পারছেন না তিনি।
এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, 'দ্রাবিড় বিসিসিআই মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সেরে উঠার পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন।'
ক্রিকবাজের খবরে জানা গেছে, দ্রাবিড়ের অনুপস্থিতিতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্ণণ জাতীয় দলের ভার সামলাবেন। সম্প্রতি জিম্বাবুয়েতে লক্ষ্মণের কোচিংয়ে খেলে ভারত। আগামী ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে প্রথম ম্যাচ খেলবে ভারত।