Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM, Update: 23.08.2022 12:49:21 AM

রণবীর ঘোষ কিংকর ||
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘আপনার বাঁচার কোন পথ নেই, বাঁচতে চাইলে বেগম খালেদা জিয়ার কাছে মাফ চান, আপোষ করেন। তাহলেই আপনি বাঁচতে পারবেন।’
সোমবার (২২ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয় পায়। আপনি বেগম খালেদা জিয়াকে এক ঘন্টার জন্য মুক্ত করে দেন। আর ওই এক ঘন্টায় বেগম খালেদা জিয়া পল্টনে আসবেন, তখন দেখবেন ঢাকার শহরে কোন মানুষ বাকি থাকবে না। দেখবেন জনগণ পুরো ঢাকা শহর অচল করে দিবেন’।
তিনি স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘চান্দিনাবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আগামী ৩১ তারিখ পর্যন্ত এভাবে সভা-সমাবেশ করবেন। আমরা সরকার পতনের লক্ষ্যে এগিয়ে যাবো। ২০২২ সালের মধ্যে এই সরকারের পতন ঘটিয়ে এই নির্বাচন কমিশনকে বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠনের মধ্য দিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের ৮০ শতাংশ ভোটার ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবেন’।
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লার চান্দিনায় জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যম‚ল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক গুলি করে ছাত্র নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সমাবেশে অনুষ্ঠিত হয়।
চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এর সভাপতিত্বে তার নিজ বাসভবনে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বিএনপি কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক আক্তারুজ্জামান সরকার, মহানগর বিএনপি আহবায়ক শওকত হোসেন বকুল, চান্দিনা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আশরাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়ের প্রমুখ।