Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM, Update: 23.08.2022 12:49:16 AM

রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে চান্দিনা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ।
সোমবার (২২ আগস্ট) সকালে চান্দিনা থানা ফটকের সামনে ওই মানববন্ধন করে তারা। এসময় কুমিল্লা মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী মুন্নী আক্তার ইভটিজিং এর স্বীকার হওয়ায় ইভটিজারদের বিরুদ্ধে শাস্তির দাবীতে ওই মানববন্ধনে একাত্বতা করে ভ‚ক্তভোগী ওই কলেজ ছাত্রীসহ এলাকাবাসী।
ভ‚ক্তভোগী ওই কলেজ ছাত্রী জানান, আমাকে ইভটিজিং করায় যারা প্রতিবাদ করেছে তাদেরকেই আবার মামলায় আসামী করা হয়েছে! যা অত্যন্ত দুঃখ জনক। মামলাটি সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদের ওই মামলা থেকে অব্যাহত দিতে আমি প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত দাবী করে মানববন্ধনে বক্তৃতা করেন, চান্দিনা উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আখলাকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান সোহাগ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক করোনাকালীন সময়ে লিটন সরকার মানুষের বিপদে নিজেকে বিলিয়ে দিয়েছেন যা তখন দেশবাসী দেখেছে। তার অপরাধ কি? অপরাধ একটাই তিনি ইভটিজিং এর প্রতিবাদ করেছেন। ইভটিজিং এর প্রতিবাদ ও রুখে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি ওই দায়িত্ব পালন করতে গিয়ে মামলার আসামি হলেন। দলের দুর্দিনে যিনি মামলা-হামলার শিকার হয়েছেন। নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানাই।
মানববন্ধনে অংশ নেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক গাজী মানিক, যুগ্ম আহŸায়ক খোরশেদ আলম,পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার,দপ্তর সম্পাদক সাঈদ আহমেদ,উপজেলা সেচ্ছাসেবক লীগ সদস্য আমানউল্লাহ আমান,সদস্য সোহেল মিয়া,সদস্য আবু সুফিয়ান মিয়াজী,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দারুস সালাম শুভ,সুহিলপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি আমির খান, উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ সদস্য জসীম উদ্দিন।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাত ৮টার চান্দিনা স্টেশন রোডের একটি দোকানের সামনে এক কলেজ মেডিকেল কলেজ পড়–য়া ছাত্রীকে উত্যক্ত করে এক দোকানি। এসময় ইভটিজিং এর প্রতিবাদ করায় দুই পক্ষের মারামারিতে মো. সাইদুল ইসলাম সাগর (২২) নামে আহত হয়। কিছুক্ষণ পর কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরদিন শুক্রবার (১২ আগস্ট) রাতে চান্দিনা থানায় লিটন সরকারকে প্রধান করে ১১জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি।