‘প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়া মনে অইতাছে আমরাও মানুষ’
Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
'আমরারে কেউ মানুষ বইলা মনে করত না। সমাজে অবহেলিত আছিলাম। অনেকে তো আবার কুরুচিপূর্ণ, অশালীন কতা কইত। এইসবের শিকার অইতে অইতে মনে অইতো আমরা এই সমাজের কিছুই না, কোনো অধিকার নাই আমরার। তবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়া মনে অইতাছে আমরাও মানুষ। আর হগ্গলের মতোন আমরারও এই সমাজে বাঁচনের অধিকার দিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে অনেকদিন বাঁচাইয়া রাহুক।' আবেগ জড়িত কণ্ঠে কথাগুলো বলেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী ঝরনা আক্তার।
তার স্বামী মিজানুর রহমান ভাড়া গাড়ি চালান। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তাদের সংসার। ঝরনা আক্তার মনে করছেন, স্বামী সন্তান নিয়ে থাকার একটি স্থায়ী ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়েছেন। এখন তার ইচ্ছে লেখাপড়া শিখিয়ে সন্তানদের মানুষের মতো মানুষ করার।
কথা হয় মুজিববর্ষ উপলক্ষে ঘর পাওয়া অন্য আরেকজনের সাথে। এই ঘর তার নিজের নামে কি না জানতে চাইলে, আবেগে কেঁদে ফেলেন পঞ্চান্ন বছর বয়সি খোশনেরা বেগম। তিনি বলেন 'আমার স্বামী অনেক আগে মইরা গেছে। আগে যেইখানে আছিলাম তারা আমারে আমার দুই মাইয়াসহ ঘর থাইক্কা বাইর কইরা দিছে। অহন সরকার আমরারে থাহনের জাগা দিছে, ঘর দিছে, আমরার আর কিছু চাওনের নাই। প্রধানমন্ত্রীর লাইগ্যা আল্লার কাছে দুই হাত তুইল্লা দোয়া করি।'
এছাড়া প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় প্রতিটি পরিবারের সকলের একই কথা, নিজের ঘরে থাকতে পারবে এটা কখনো চিন্তা করেনি তারা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তাদের কথা চিন্তা করেছেন, এতে তারা আনন্দিত ও খুশিতে আপ্লুত। তাদের এখন নিজের ঠিকানা হয়েছে। ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে ভালো ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখছেন তারা।