বিভিন্ন অপরাধে ১৭০ প্রতিষ্ঠানকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা
Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM
ঢাকা মহানগরের মোহাম্মদপুর কৃষিমার্কেট, বাবুবাজারসহ দেশব্যাপী মোট ৭৬টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত করে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১৬৭ প্রতিষ্ঠানকে ১৭ লাখ ৭৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সোমবার (২২ আগস্ট) প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৬৫ জন কর্মকর্তার নেতৃত্বে সারাদেশে ৬০টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
অন্যদিকে, লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।