ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আমরা দুঃখিত: বিআরটি এমডি
Published : Tuesday, 16 August, 2022 at 2:26 PM
আমরা দুঃখিত: বিআরটি এমডি রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের চাপায় পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় নিজেদের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এসময় শফিকুল ইসলামকে উদ্দেশ করে মেয়র বলে, ‘এ প্রকল্পের কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই। এমনকি উন্নয়ন কাজ চলমান- এমন কোনও সাইনবোর্ড ও নেই।’ ‘নিরাপত্তা বিষয়ে খামখেয়ালিপনা চলছে’ বলেও মন্তব্য করেন মেয়র।

এর জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, মেয়র যেটা বললেন খামখেয়ালিপনা, আসলে ঠিকাদারদের কাছ থেকে আমরা এই খামখেয়ালিপনা পাচ্ছি। কোনোভাবেই আমরা তাদের কমপ্লায়েন্সে আনতে পারছি না। সড়ক নিরাপত্তা যে একেবারে নেই, তা নয়। তবে ঘাটতি রয়েছে, আমরা দুঃখিত।'

প্রকল্পের এমডি বলেন, ‘ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি রাতভর কাজ করে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করে সচিবের কাছে জমা দিয়েছে। সচিব একনেক সভায় রয়েছেন। মিটিং থেকে ফেরার পরে এ নিয়ে আলোচনা করবেন। তখন আমরা বুঝতে পারবো, তারা কী কারণ চিহ্নিত করেছেন বা কী সুপারিশ করেছেন।’

তিনি আরও বলেন, ‘দুটি ঠিকাদার প্রতিষ্ঠানই চীনা। এদের সঙ্গে শুরু থেকেই আলোচনা চলছে। এরা লোকবল কম ব্যবহার করে। যন্ত্রপাতি কম ব্যবহার করে। কাজটা শুধু চলমান রাখে, কিন্তু কাজের তেমন গতিও থাকে না। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে ফান্ড বাড়ানো যায়। এই কমপ্লায়েন্সের ক্ষেত্রেও একটি কথা, শুধু আমরা না, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাই যার যার ক্ষমতা অনুযায়ী চাপ দিয়ে যাচ্ছে।’