ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৭ তম শাহাদতবার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে ইস্টার্ন মেডিকেল কলেজের কাবিলাস্থ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে কলেজ পতাকা মঞ্চে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৯টা হইতে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমানসহ সকল বিভাগীয় প্রধানগণ। সকাল সাড়ে ১০ টায় শোক দিবস কমিটির পৃষ্ঠপোষক যথাক্রমে চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, শোক দিবস পালন কমিটির আহবায়ক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, জনাব মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া-নির্বাহী পরিচালক, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান, উপাধ্যক্ষ-অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম, অধ্যাপক ডাঃ মোঃ আরিফ আকবর শৈবাল, অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার সহ অন্যান্য শিক্ষকমণ্ডলীসহ, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, সেবিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, দেশী-বিদশী ছাত্র-ছাত্রীসহ কলেজ ও হাসপাতালের সকলে একাডেমিক ভবনের সামনে সমবেত হয়ে শোক র্যালি শুরু করেন।
শোক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর ১৫ আগস্ট ১৯৭৫ শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
ম্যুরাল পাদদেশে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ সভপতিত্বে শুরু করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী আলোচনায় অংশগ্রহণ করেন।
বেলা সোয়া ১১টায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জরুরী বিভাগ সম্মুখে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীসহ অন্যান্যদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। উক্ত রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ ব্লাড ট্রান্সফিউশন সোসাইটির সভাপতি ইস্টার্ন মেডিকেল কলেজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ। উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন আয়োজনে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, কুমিল্লা জেলা বিএমএর নির্বাহী সদস্য ও স্বাচিপ, কুমিল্লা জেলা শাখা কোষাধ্যক্ষ ডাঃ সায়মা আফরোজ সহ ইস্টার্ন মেডিকেল কলেজ ব্লাড ট্রান্সফিউশন ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য অধ্যয়নরত বিদেশী ছাত্র-ছাত্রী ইএমসি-১৬ যথাক্রমে এহতেশাম আলম খান, তাইয়েবা মুক্তাহার, হুমা পারভীন, ইএমসি-১৫ এর ছাত্র-ছাত্রী যথাক্রমে রহমান সাজিদ, রাইদা বিলকাস, আজিব আরা সহ ১৫ জন দেশি-বিদেশি ছাত্র-ছাত্রী ছাড়াও কলেজের অন্যান্য সমেত প্রায় ৩০/৩২ জন উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিবসব্যাপি বিনামূল্যে সকল বিভাগের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন সার্জারী বিভাগের অনারারী অধ্যাপক ডাঃ মোঃ আতাউর রহমান সহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ।
সকাল ৯টা থেকে কাবিলা ক্যাম্পাস মসজিদে কোরআন খতম শুরু করে বাদ যোহর শাহাদতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে গরীব দুঃখীসহ অন্যান্যদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করা হয়।
উল্লেখিত সকল কর্মসূচীতে যথাযথভাবে সফল করায় শোক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষকমন্ডলীসহ সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য শোকের মাস আগস্টক স্মরণ করে আগামী ১৮ আগস্ট ২০২২ সকাল ৭ টায় ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষকমণ্ডলীর জাতির পিতা বঙ্গবন্ধুর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনায় যাত্রা শুরুর মাধ্যমে কর্মসূচির শেষ হবে।