জমি চাষ করার সময় বজ্রপাতে প্রাণ গেলো স্কুলছাত্রের
Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM
ময়মনসিংহের সদর উপজেলায় জমি চাষ করার সময় বজ্রপাতে নাইম ইসলাম (১৭) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের জুগিড় আগলী গ্রামে এ ঘটনা ঘটে।
নাইম ইসলাম ওই এলাকার শহীদ মিয়ার ছেলে। সে গৌরীপুর ভোকেশনাল টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরের দিকে বৃষ্টির সময় নিজ বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল নাইম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।