ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমেক এমবিবিএস প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা
Published : Tuesday, 2 August, 2022 at 12:00 AM, Update: 02.08.2022 1:01:24 AM
কুমেক এমবিবিএস প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভাকুমিল্লা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ (কুম-৩১)সেশন ২০২১-২০২২এর ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা গতকাল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএমএ ও স্বাচিপ কুমিল্লার সভাপতি ডা. আব্দুল বাকী আনিস, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন, সাবেক পরিচালক ডা. মোঃ মজিবুর রহমান, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইজাজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন হোস্টেল সুপার ডা. সুজিত কুমার সাহা ও ডা. পিংকি সাহা।এ সময় উপস্থিত ছিলেন নতুন ব্যাচের ১৮০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং সকল বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা।