ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন আজ
Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM, Update: 30.07.2022 1:31:16 AM
কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন আজনিজস্ব প্রতিবেদক ||
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার ৩০ জুলাই কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ইতোমধ্যে নির্বাচনে কার্যকরি পরিষদের ১৭টি পদের মধ্যে ৮টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন। অপর ৯টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন প্রার্থী, সহ সভাপতি পদে ৩ জন প্রার্থী সাধারণ সম্পাদক পদে দুইজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন, পাঠাগার সম্পাদক পদে ৩জন, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছেন। ৩ সদস্য নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, নির্বাচন কমিশনার অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল এবং এডভোকেট মাহবুবুর রহমান।