ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার ১৭ উপজেলায় আইসিটি ও প্রোগ্রামিং বিষয়ক কুইজ প্রতিযোগিতা
Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM
জেলা প্রশাসন কুমিল্লার উদ্যোগে কুমিল্লার ১৭ টি উপজেলায় একযোগে আইসিটি ও প্রোগ্রামিং বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৩৮৬ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত ৫ জুলাই প্রথম পর্বের আইসিটি ও প্রোগ্রামিং প্রতিযোগিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ১৭ উপজেলায় ২২১৬ জন পরীক্ষার্থীর প্রতিযোগিতার মাধ্যমে ৬৯ জনকে উত্তীর্ণ ঘোষনা করা হয়। শিক্ষার্থীদের প্রবল আগ্রহে প্রথম রাউন্ডে দ্বিতীয় পর্যায়ে আজকে ৪০০০ এর বেশি পরিক্ষার্থী অংশ নেয়। এখান থেকে উত্তীর্ণ প্রার্থীগন আগস্ট মাসের প্রথমার্ধে ফাইনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে।