উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন--এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ উন্নয়নে এখন বিশ্বের রোল মডেল। বর্তমানে প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ সমান তালে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিজ নিজ জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঘোড়াশাল রকিব উদ্দিন আহাম্মদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা ছফিউল্লাহ ভুইয়া।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিশ^জিত সরকার, দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ব্যবসায়ী তারেক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার কামাল উদ্দিন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান আবদুল কাদির, ইকবাল বাহার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ার চিনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন ও সাধারণ সম্পাদক হাফিজ খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন আরো বলেন, যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। শুধু মুরাদনগরে নয়, গোটা বাংলাদেশেই উন্নয়ন হচ্ছে। আওয়ামীলীগ গণ মানুষের দল বলেই সর্বত্র উন্নয়ন করে যাচ্ছে।
তিনি আরো বলেন, রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ, স্বাধীনতা নিয়ে মতভেদ থাকতে পারে না। বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ।