শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরত্ব শীর্ষক আলোচনা সভা
Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরত্ব শীর্ষক উপজেলা ভিত্তিক এক র্যালি বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: কবির আহামেদের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার মুফতী মাওলানা বেলাল হোসাইন।
র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল লতিফ, শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ।
আলোচনা সভায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরত্ব নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়।