বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই চাটারা-মুজারাবানি
Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM
চোট
থেকে সেরে না ওঠায় দুই পেসার টেন্ডাই চাটারা ও ব্লেসিং মুজারাবানিকে
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না জিম্বাবুয়ে। তাদের
অনুপস্থিতিতে পেস আক্রমণে শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে ভিক্টর নিয়াউচিকে।
তিন
ম্যাচের সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল দিয়েছে জিম্বাবুয়ে
ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা স্কোয়াডের সবাই জায়গা ধরে
রেখেছেন এই সিরিজে।
ওই টুর্নামেন্টে খেলার সময় চাটারা কাঁধে ও
মুজারাবানি ঊরুর পেশিতে চোট পেয়ে ছিটকে যান। তাদের বদলি হিসেবে দলে সুযোগ
পাওয়া অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গা ও পেসার তানাকা চিভাঙ্গা জায়গা ধরে
রেখেছেন।
শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে
মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। পরদিন দ্বিতীয় ও মঙ্গলবার হবে তৃতীয়
ম্যাচ।