ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোসো তাণ্ডবে উড়ে গেলো ইংল্যান্ড
Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM
একদিন আগেই ব্রিস্টলে ব্যাটিংয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল ইংল্যান্ড। সেই তাদেরই মুদ্রার উল্টোপিঠ দেখতে হলো কার্ডিফে। সেখানকার সোফিয়া গার্ডেনসে ইংলিশরা তাকিয়ে দেখলো রাইলি রোসোর বিধ্বংসী ইনিংস। বাঁহাতি এই ব্যাটারের সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংসে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার রাতে কার্ডিফের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের ৫৮ রানে হারিয়েছে প্রোটিয়ারা। রোসোর হার না মানা ৯৬ রানে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৭ রান করে দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে ২৩৪ রানের সংগ্রহ দাঁড় করানো ইংল্যান্ড এবার ব্যাটিং ব্যর্থতা দেখেছে। ১৬.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় তারা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা উদ্বোধনী জুটি থেকে পায় ৩৯ রান। কুইন্টন ডি কক ১৫ রানে ফিরলে প্রথম উইকেট হারায় তারা। এরপর চলেছে রিজা হেনড্রিকস ও রোসোর তাণ্ডব। দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। দারুণ সব শটে ইংলিশ বোলারদের শাসন করে হেনড্রিকস ৩২ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ৫৩ রানের ইনিংস।
তবে রোসোকে আউটই করতে পারেননি ইংলিশ বোলাররা। যদিও আক্ষেপে পুড়তে হয়েছে রোসোকে! এই প্রোটিয়া ব্যাটার একটুর জন্য যে সেঞ্চুরি পাননি। অপরাজিত থাকেন ৯৬ রানে। তিন নম্বরে নেমে ৫৫ বলের হার না মানা ইনিংসটি তিনি সাজান ১০ বাউন্ডারি ও ৫ ছক্কায়। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে। এছাড়া হেনরিক ক্লাসেন ১৯ ও ট্রিস্টান স্টাবস অপরাজিত ১৫ রান করলে ২০০ ছাড়ানো স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের তিন বোলার- মঈন আলী, রিচার্ড গ্লিসন ও ক্রিস জর্ডান প্রত্যেকে পেয়েছেন একটি করে উইকেট।
২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে জস বাটলার শুরুতে ঝড় তুললেও পরের দিকের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। ইংলিশ অধিনায়ক ১৪ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ২৯ রান। তবে দলীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে প্রথম টি-টোয়েন্টির নায়ক জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। ২১ বলের ইনিংসে তিনি মেরেছেন ৩ বাউন্ডারি। এছাড়া মঈন আলী ১৭ বলে ২৮ ও জেসন রয় ২২ বলে করেন ২০ রান। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার তাবরেজ শামসি। এই স্পিনার ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তার মতো ৩ উইকেট পেতে আন্দিলে ফেলুকাওয়ের খরচ ৩৯ রান। এছাড়া লুঙ্গি এনগিদি ২.৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ২ উইকেট।