Published : Wednesday, 27 July, 2022 at 12:00 AM, Update: 27.07.2022 1:56:42 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় তৃণমূলের সাধারন জনগনের সাথে সংলাপ শুরু করেছেন
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি বীর
মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জনগনের সমস্যার দ্রুত সমাধান ও
সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে তিনি এ উদ্যোগ নেন।
গতকাল
মঙ্গলবার (২৬ জুলাই) দিনব্যাপি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুরে ‘ দি
কুমিল্লা কো-অপারেটিভ কোল্ড স্টোর’ মিলনায়তনে আয়োজিত ৩ নং দূর্গাপুর
দক্ষিন ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে মতবিনিময়
করেন এমপি বাহার । এসময় উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা সহ
দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি মহানগরীর বাহিরে নির্বাচনী এলাকা ৬
ইউনিয়নে ১৮ টি মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।
মতবিনিময় সভার আগে
সকাল ১০ টায় এমপি বাহার, ৫ কোটি টাকা ব্যায়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি
কলেজের নবনির্মিত ৫ তলা ছাত্রী হোস্টেল ভবন, ১০ লাখ টাকা ব্যায়ে রেলওয়ে
উচ্চ বিদ্যালয়ের আভ্যন্তরীণ রাস্তার সিসি ঢালাই ও কুমিল্লা মহিলা
মহাবিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যায়ে ৪ তলা আইসিটি ভবনের উদ্বোধন।
সকাল
১১ টায় কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম
টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। এসময় উপস্থিত জনতা তাদের বিভিন্ন সমস্যার
কথা তুলে ধরেন। একজন অসহায় মহিলার জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করা,
গৃহহীন ব্যক্তিকে ঘর প্রদান সহ বেশ কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এমপি
বাহার। এছাড়া মানসম্মত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, মাদক,
ইভটিজিং ও সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ব্যক্ত করেন।
মতবিনিময়
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার
এমপি বলেন, জাতিরপিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ
মর্যাদার জায়গায় অবস্থান করছে। শেখ হাসিনার মতো বিশে^ আরেকজন রাষ্ট্রনেতা
নেই যিনি ঘোষনা দিয়ে বলতে পারেন -এদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না, কেউ
গৃহহীন থাকবে না। শেখ হাসিনা আমাদের জাতির সাহস শক্তি উন্নয়ন ও মর্যাদার
প্রতীক। নিজের টাকায় পদ্মাসেতু যার উজ্জ¦ল প্রমান। দেশের ক্ষমতা শেখ
হাসিনার হাতে থাকলে পথ হারাবেনা বাংলাদেশ। সুতরাং প্রধানমন্ত্রীর এ
আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে নৌকা সেখানে ভোট
দিলেই তা শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত
ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, মহানগর যুবলীগের আহবায়ক
আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান
জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল, দূর্গাপুর দক্ষিন
ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আমিনুল হক, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল
কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ
পাবেল, দূর্গাপুর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলাম,সাধারন
সম্পাদক আবদুর সবুর সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন