১৭ কোটি টাকার টুর্নামেন্ট থেকে সিদ্দিকুরের বিদায়
Published : Sunday, 24 July, 2022 at 12:00 AM
ইংল্যান্ডে
কাজো ক্লাসিকে নিজের খেলাটা খেলতে চেয়েছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর
রহমান। শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু দ্বিতীয় রাউন্ডে পথ হারালেন। প্রায়
১৭ কোটি টাকার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যেতে হয়েছে এই
তারকা গলফারকে।
ইংল্যান্ডের সাউথপোর্টের হিলসাইড গলফ ক্লাবে দ্বিতীয়
রাউন্ডে একটি বার্ডির বিপক্ষে পাঁচটি বোগি করেন বাংলাদেশের সিদ্দিকুর। সব
মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলে ‘কাট মিস’ করেছেন ৩৭ বছর বয়সী গলফার।
দুটি
এশিয়ান ট্যুর জেতা সিদ্দিকুর শুরুর দিনে তিনটি বোগি করলেও তিনটি বার্ডি ও
একটি ঈগল মেরেছিলেন। পারের চেয়ে দুই শট কম খেলে উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে।
কিন্তু এই ধারা আর থাকেনি। এখন খালি হাতেই ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে
তাকে।