ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগানিস্তানের প্রধান কোচ হলেন ট্রট
Published : Sunday, 24 July, 2022 at 12:00 AM
ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান জোনাথন ট্রটকে আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী মাসে আফগানদের আয়ারল্যান্ড সফরে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) মার্চে প্রধান কোচ হিসেবে গ্রাহাম থর্পের নাম ঘোষণা করেছিল। কিন্তু ইংরেজ এই কোচ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে আর কাজ শুরু করতে পারেনি।
সে কারণে তার বদলি হিসেবে অন্য একজন কোচ খুঁজছিল এসিবি। অবশেষে তারা আরেক ইংলিশ কোচের দ্বারস্থ হয়েছে।
আফগানিস্তানের কোচ হওয়ার বিষয়ে ট্রট বলেছেন, ‘আমি খুবই সম্মানিতবোধ করছি। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে এক্সসাইটিং দলগুলোর মধ্যে একটি আফগানিস্তান। গেল কয়েক বছরে তারা বেশ উন্নতি করেছে। তাদের এমন সব খেলোয়াড় রয়েছে যারা ম্যাচ জেতার জন্য খেলে। তাদের পারফরম্যান্সে আফগানিস্তানের মানুষ গর্বিত। তাদের নিয়ে কাজ করতে আমি মুখিয়ে আছি।’
দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ৪১ বছর বয়সী ট্রট ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট খেলেছিলেন। ২০১৫ সালে তিনি অবসর নিয়েছিলেন। অবসরের পর তিনি কোচিং পেশায় যুক্ত হন। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের ব্যাটিং কোচ ছিলেন। এছাড়া স্কটল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৯ আগস্ট থেকে শুরু হবে।