ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
Published : Friday, 22 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ জুলাই বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-৫ বুড়িচং - ব্রাহ্মণপাড়ার মাননীয় সংসদসদস্য এড. আবুল হাসেম খান এমপির সভাপতিত্বে  উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব এবং  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মো: মহিউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহের, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদ, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, এসওডসি ডাঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড আবদুল আলীম খান, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বুড়িচং ব্রাহ্মণপাড়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু,  সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল সরকার। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের   বিভিন্ন সমস্যা ও সমাধানের লক্ষে আলোচনা করা হয়। আলোচনা সভায় সরকারি ঔষধ সরবরাহ ও হাসপাতালে সরকারি ভাবে খাবার সরবরাহের ক্ষেত্রে সঠিক নিয়মে পালন করার জন্য নির্দেশ প্রধান করেন হাসপাতাল  ব্যবস্থাপনা কমিটির সভাপতি এড. আবুল হাসেম খান এমপি। এছাড়া সভা শুরুর পূর্বে এড. আবুল হাসেম খান এমপি ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেলেক্সে একটি ডেন্টাল চেয়ার ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন উদ্বোধন করেন এবং স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে গাছের চারা রোপন করেন।