ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘বাংলাদেশে একজনও ভূমিহীন গৃহহীন থাকবে না’
Published : Friday, 22 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর উপহার দেওয়া বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় উপহার। এর চেয়ে বড় উৎসব বাংলাদেশে আর হতে পারে না। মুজিববর্ষের সফলতা এদেশের ভূমিহীন, গৃহহীন, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে ঘর উপহার দেওয়া। এদেশে জাতির পিতার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। ২১টি জেলার জনগণের বহুল আকাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে আর একজনও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। সেজন্য বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর হাত ধরেই এদেশ একদিন সোনার বাংলাদেশে রুপান্তরিত হবে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মপ্রধানমন্ত্রীর ভূমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে উপজেলার ৬৭ টি পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। এদেশে কেউ খোলা আকাশের নিচে থাকবে না। কেউ ভূমিহীন থাকবে না। কেউ না খেয়ে থাকবে না। ভূমিহীন ও গৃহহীনদের জমির দলিলসহ তাদেরকে স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে। এখন কেউ আর খাদ্যের অভাবে কষ্ট পায় না। গৃহহীনরা এখন সমাজে নতুন করে বাঁচতে পারবে। নতুন করে স্বপ্ন দেখতে পারবে। এখন তারা সমাজে স্বাবলম্বী হবে। কেউ তাদেরকে ছোট করে দেখবে না।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা'র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হুদা। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনির হোসেন চৌধুরী, ফরিদ উদ্দিন, জহিরুল হক, ওমর ফারুক, সাইফুল ইসলাম আলাউল আকবর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাছান, মৎস্য কর্মকর্তা জয় বণিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, যুবলীগ নেতা মাসুদ আলম হায়দার, সমবায় কর্মকর্তা মঈন উদ্দিন হাছান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, তথ্যআপা কর্মকর্তা মুনিরা বেগম। অনুষ্ঠানে তৃতীয় পর্য্যায়ে মোট ৬৭টি ঘরের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পরে জমির দলিলসহ তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। একইদিন দুপুরে উপজেলার পশ্চিম সিদলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথিবৃন্দ। এছাড়া বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিদলাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নতুন ভবনের উদ্বোধন করা হয়। উপজেলা ফল মেলা উপলক্ষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ফল প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন প্রধান অতিথি। দিনব্যাপী এসব প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, শাহজালাল মোল্লা, নাজিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।