বেকহ্যামের দলকে ৬-০ গোলে হারাল বার্সেলোনা
Published : Thursday, 21 July, 2022 at 12:00 AM
ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ব্যস্ত ইউরোপের পরাশক্তিরা। বার্সেলোনা রয়েছে আমেরিকা সফরে।
দেশটির
মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বুধবার
ভোরে মাঠে নামে বার্সেলোনা। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটিকে ৬-০
গোলে উড়িয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের
শুরু থেকেই ইন্টার মায়ামিকে চাপে রাখে বার্সেলোনা। সদ্য যোগ দেয়া
ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার নিজের প্রথম ম্যাচে বাজিমাত করেছেন। ৬ গোলের
ম্যাচে, শুরুর ৩ গোলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখেন সাবেক এ লিডস
তারকা।
ম্যাচের ১৯তম মিনিটে রাফিনিয়ার পাস থেকে গোল করে ১-০ তে দলকে
এগিয়ে নেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। প্রথম গোলটি করতে অন্যকে সহযোগিতা করলেও
দ্বিতীয় গোলটি নিজে করেন রাফিনিয়া।
প্রথম গোলের মিনিট ছয়েক পর অ্যালেক্স বালদের বাড়ানো পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।
বিরতির আগে, ম্যাচের ৪১তম মিনিটে বার্সাকে ৩-০ গোলের লিড এনে দেন দীর্ঘ সময় পর ইনজুরি থেকে ফেরা আনসু ফাতি।
দ্বিতীয়ার্ধে
খেলা শুরু হলে আবারও একের পর এক আক্রমণ শুরু করে বার্সেলোনা। ৫৫তম মিনিটে
স্প্যানিশ উঠতি গাভির গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
১৪ মিনিট পর
মেম্ফিস ডিপায় নিজের নাম তোলেন স্কোরশিটে। ফলে ব্যবধান বাড়িয়ে ৫-০ করে নেয়
চাভি এরনান্দেসের শিস্যরা। পরের মিনিটে উসমান ডেম্বেলে দলের শেষ গোলটি
করেন।
আগামী রোববার লাস ভেগাসে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।