ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশে ফিরল দুই ক্রিকেটারসহ ৬ জন
Published : Thursday, 21 July, 2022 at 12:00 AM
প্রথম বহরে দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী হয়েছেন ফিল্ডিং কোচ শন ম্যাকডরমট ও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। একইসঙ্গে এই বহরে ফিরেছেন দুই সাপোর্ট স্টাফও।
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে পরাজয় আর ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইপের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছে জাতীয় দলের প্রথম বহর। দুই ক্রিকেটারসহ এই বহরে ফিরেছেন ৬ জন।
প্রথম বহরে দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী হয়েছেন ফিল্ডিং কোচ শন ম্যাকডরমট ও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। একইসঙ্গে এই বহরে ফিরেছেন দুই সাপোর্ট স্টাফও।
বুধবার বিকেল পৌনে ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের প্রথম বহর বহনকারী বিমানটি।
এর আগে উইন্ডিজ সিরিজ শেষে দেশে ফেরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দেশে ফিরেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিজিও বায়েজিদুল ইসলাম। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গেছেন গেছেন সিডন্স।
বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরবে টাইগারদের আরও একটি বহর। সেই বহরে থাকবেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামসহ বাকি ক্রিকেটাররা।
দল দেশে ফিরলেও ওয়ানডে দলপতি তামিম ইকবাল রয়েছেন ছুটিতে। লন্ডনে ছুটি কাটিয়ে তিন দিন পর দেশে ফিরবেন টাইগার এই দলপতি।
দেশে ফিরে বিশ্রামের জন্য খুব একটা সময় পাবেন না রিয়াদ-তামিমরা। কেননা চলতি মাসের ২৬ তারিখ তারা যাবেন জিম্বাবুয়েতে সিরিজ খেলতে। ৩০ জুলাই শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।